প্রকাশিত: Sat, Dec 9, 2023 10:09 AM
আপডেট: Sat, Dec 6, 2025 11:36 PM

[১]ব্রিটেনে অভিবাসন নীতির প্রতিবাদে শরণার্থী মন্ত্রীর পদত্যাগ [২]বিপাকে সুনাক সরকার

ইকবাল খান: [৩] বুধবার ব্রিটেনের পার্লামেন্টে রুয়ান্ডা বিল পেশ করার কয়েক মিনিট আগে পদত্যাগ করেন শরণার্থী বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। পরবর্তীতে তার বদলে বিলটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। রবার্ট জানিয়েছেন, রোয়ান্ডা বিল সংক্রান্ত মতবিরোধের কারণেই তিনি পদত্যাগ করছেন। সূত্র: রয়টার্স

[৩] কী এই রুয়ান্ডা বিল? গত কয়েক বছর ধরে আফ্রিকা এবং মধ্য এশিয়া থেকে ফ্রান্স ঘুরে ছোট ছোট নৌকায় শরণার্থীরা দলে দলে এসে হাজির হচ্ছেন ব্রিটেনে। সঙ্কট মেটাতে রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তি করে সুনাক সরকার। চুক্তি অনুযায়ী রুয়ান্ডাকে দফায় দফায় মোট ১৫ কোটি পাউন্ড দেবে ব্রিটেন। পরিবর্তে সেখানে শরণার্থী পাঠানো হবে। ইতিমধ্যে ১৪ কোটি পাউন্ড রুয়ান্ডাকে দেওয়া হলেও এখনও কোন শরণার্থীকে পাঠানো হয়নি। 

[৪] এ দিকে দেশের সুপ্রিম কোর্টও বলেছেন, এই আইন বলবৎ হলে রুয়ান্ডা থেকে শরণার্থীদের জোর করে তাদের নিজের দেশে পাঠানো হতে পারে যা অবৈধ। সূত্র: দ্য হিন্দু

[৫] তবে রুয়ান্ডা নীতিতে অনঢ় সুনকও। বৃহস্পতিবার জরুরি সাংবাদিক বৈঠক ডেকে সুনাক বলেন, রুয়ান্ডা নীতি কাজ দিচ্ছে না এমনটা নয়। পরিসংখ্যান তুলে তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ব্রিটেনে শরণার্থীদের প্রবেশ কমেছে। সুনাকের দাবি, সেটা রুয়ান্ডা নীতির কারণেই। সূত্র: আনন্দবাজার